পীরগাছা মহিলা কলেজ টি ৮/ ৫/ ১৯৯৫ সালে নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পীরগাছা উপজেলা পরিষদের গেটের বিপরীতে অত্যন্ত মনোরম পরিবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শাহ মিজানুর রহমান উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তায় ১.০৬ এক একর ৬ শতাংশ জমির উপর কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটির প্রতিষ্ঠা কালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব করিমুদ্দিন ভরসার সহযোগিতার স্মরণ করার মত। প্রতিষ্ঠাতা শাহ মিজানুর রহমান এর আন্তরিক নেতৃত্বে তৎকালীন উপজেলার নয় ইউনিয়নের দল মত নির্বিশেষে জনসাধারণের ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক কর্মচারীদের আন্তরিকতা উল্লেখযোগ্য ছিল।
কলেজটির ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপি ও ভুক্তি লাভ করে। ২০০০ সালে ডিগ্রি স্নাতক ও ২০০৪ সালে বিএমটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করায় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য লন্ডন প্রবাসী প্রফেসর ডঃ তৈয়ব হোসেন নিজস্ব অর্থায়নে তার পত্নী তাহমিনা হোসেনের নামে ছাত্রী নিবাস ও শাকিলা ভবন নামে একটি ভবন নির্মাণ করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে অনেকেই নগদ টাকা জমি শ্রম ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। কলেজ প্রতিষ্ঠাতা মৃত্যুবরণ করার পর তার সুযোগ্য পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান কলেজটির হাল ধরেন ।সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অত্যন্ত নিষ্ঠার সাথে। কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা ।বর্তমানে কলেজের সভাপতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও কলেজের অধ্যক্ষ হিসেবে আবু খয়ের মোঃ শরীফুজ্জামান দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালে কলেজটি উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
পীরগাছা উপজেলার প্রথম মহিলা কলেজ হিসেবে শুরু থেকে সুনামের সহিত পাঠদান করে আসছেন কলেজটি।