আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।
নারী শিক্ষাই হলো একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি — এ বিশ্বাস থেকেই পীরগাছা মহিলা কলেজের যাত্রা শুরু হয়েছিল। আমরা মনে করি, শিক্ষিত নারী মানে শুধু একজন আলোকিত মানুষ নয়, বরং একটি শিক্ষিত পরিবার, একটি উন্নত সমাজ, এবং একটি সমৃদ্ধ জাতির ভিত্তি।
বর্তমানে আমাদের সমাজে নারীরা বিভিন্ন ক্ষেত্র যেমন: প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, উদ্যোক্তা, শিল্পকলা, সাংবাদিকতা ও রাজনীতিতে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অগ্রগতির মূল শিকড় গড়ে ওঠে একটি সুশৃঙ্খল ও সহানুভূতিশীল শিক্ষার পরিবেশে। আমাদের কলেজ সেই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি ছাত্রীদের আত্মবিশ্বাস, নৈতিকতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। একজন নারী যেন নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়, আত্মনির্ভরশীল হতে শেখে এবং সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে — এটাই আমাদের মূল লক্ষ্য।
আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা কেবল ভালো রেজাল্ট করেই সন্তুষ্ট থাকবে না; তারা হোক একজন সচেতন নাগরিক, দক্ষ পেশাজীবী, একজন আত্মবিশ্বাসী মা, দায়িত্বশীল মেয়ে, এবং নেতৃত্বদানকারী নারী।
এ প্রতিষ্ঠানে পাঠদান পরিচালনা করছেন অভিজ্ঞ ও মননশীল শিক্ষকবৃন্দ, যারা ছাত্রীদের একাডেমিক এবং নৈতিক উভয় দিক দিয়েই গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করছেন। তদুপরি, রয়েছে সহশিক্ষা কার্যক্রম, কম্পিউটার ও আইসিটি শিক্ষা, এবং একটি নিরাপদ ও উৎসাহব্যঞ্জক ক্যাম্পাস পরিবেশ।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের — যাঁদের সহানুভূতি, ভালোবাসা ও পরামর্শ আমাদের প্রতিদিনের অগ্রযাত্রার পাথেয়।
প্রিয় ছাত্রীবৃন্দ, মনে রেখো — তুমি সমাজের অর্ধেক, কিন্তু গড়ে তুলতে পারো পুরো সমাজকে। সঠিক শিক্ষা, সাহসিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে নিজেকে গড়ে তোলো। দেশ, সমাজ ও মানবতার কল্যাণে তোমার ভূমিকা রাখার দিন আর দূরে নয়।
আসুন, নারী শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়ে আমরা সবাই মিলে একটি সমান ও প্রগতিশীল সমাজ গড়ে তুলি।
অধ্যক্ষ
পীরগাছা মহিলা কলেজ